ছোট ছোট কাজ করে টাকা উপার্জন

ছোট ছোট কাজ করে টাকা উপার্জন

ফেসবুকে ফলোয়ার ও লাইকস বাড়িয়ে আপনার মর্যাদা বাড়িয়ে নিন (ফেসবুক মার্কেটিং)
আজকের দুনিয়ায় কমবেশি সবাই ইন্টারনেট ইউজ করে। আর যারা ইন্টারনেট ইউজ করে তাদের মধ্যে ৯৫ শতাংশ লোকই ফেসবুক ইউজ করে। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে।
ফেসবুকে ফলোয়ার একটি অন্যতম বিষয়। যার যত ফলোয়ার আছে সে তত মর্যাদা সম্পন্ন ব্যক্তি।
ফলোয়ার কী এবং এর কাজ কী?
ধরুন আপনার ১০ জন ফলোয়ার আছে। এর মানে এই দুনিয়ার ১০ জন লোক আপনাকে প্রতিনিয়ত অনুসরন করে। আপনি ফেসবুকে যাই করেন, আপনার ফলোয়াররা আপনাকে অনুসরন করবে। এখন ধরুন যার হাজার হাজার ফলোয়ার আছে, তার মানে তাকে হাজার হাজার লোক প্রতিনিয়ত ফলো করে। তাহলে সে একজন বড় সেলিব্রেটি এবং মর্যাদা সম্পন্ন।
ফেসবুক লাইকস
ফেসবুক লাইকস একটি অন্যতম বিষয়। আপনি আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করলেন অথচ লাইক পড়ল মাত্র ৫-৬ টা তাহলে আপনার মর্যাদা কম। কিন্তু যদি হাজার হাজার লাইক পড়ত??
তেমনি ধরুন, আপনার একটি ফেসবুক পেজ আছে কিন্তু লাইকস মাত্র কয়েকটা। এই জন্য ভিজিটরও কম। কিন্তু পেজে যদি হাজার হাজার লাইকস থাকে তাহলে পেজ থাকবে গরম। সেই ফেসবুক পেজে আপনার ওয়েবসাইট দিলে আপনি প্রতিদিন অনেক ভিজিটর পাবেন। ফেসবুক স্ট্যাটাসে লাইক, ফটোতে লাইক, পেজে লাইক যত থাকবে ততই আপনি মর্যাদা বান ব্যক্তি ।
এখন আসল কথায় আসি
ফলোয়ার বা লাইকস সম্বন্ধে তো বুঝলেন। কিন্তু ফলোয়ার ও লাইকস পাওয়া কিন্তু এত সহজ না। ফ্রিতে যদি লাইকস ও ফলোয়ার পেতে চান আপনাকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে। এই দুনিয়ায় মাংনা জিনিস সবই কঠিন। তবে হ্যা আপনি যদি কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি হন তাহলে আপনার ফলোয়ারের অভাব হবে না। আবার আপনার যদি একটি ভাল কন্টেন্টের উপর ফেসবুক পেইজ থাকে তাহলে সেখানেও লাইকের অভাব হবে না। কিন্তু কথা হইল, আমরা অনেকেই তো সেলিব্রেটি না তাই বলে কি আমাদের ফলোয়ার বা পেজে লাইক থাকতে পারে না? হ্যা পারে।
কীভাবে লাইকস বা ফলোয়ার বাড়াবেন
১ম পদ্ধতি
এই জন্য আপনাকে মার্কেটিং স্ট্রেটেজি খাটাতে হবে। আপনার ফেসবুক পেইজে সার্কেল বিল্ড করতে হলে প্রথমে চাই কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট। আপনার পেজে একটি ভাল মানের এবং রিলেটেড একটি কভার পেজ লাগাতে হবে। কভার পেজ এর গুরুত্ব অনেক লাইকস পেতে। এখন যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো আপনাকে ফ্রেন্ড বাড়াতে হবে বা ফলোয়ার বাড়াতে হবে। ধরুন আপনার ১০০ জন ফ্রেন্ড আছে। আপনি যখন একটি পোস্ট করবেন আপনার পেজে এবং ওয়ালে তখন আপনার ১০০ ফ্রেন্ড এবং ফলোয়ার সেটা দেখতে পাবে। একই সাথে আপনার ফ্রেন্ডদের ফ্রেন্ডসও দেখতে পাবে। যদি আপনার ১০০ জন ফ্রেন্ড এর জন প্রতি ৫০ জন করেও বন্ধু থাকে তাহলে ১০০ জন বন্ধুর মধ্যে ৬০ জন যদি লাইক করে তাহলে পোস্টটি ৬০*৫০=৩০০ জন দেখতে পাবে। এই ৩০০ জন যদি আপনার পোস্ট লাইক করে তাহলে প্রতিনিয়ত আপনি ফেসবুক পেজে লাইক পেতে পারেন। (এই পদ্ধতি হচ্ছে সবচেয়ে কমন এবং চিরাচায়িত পদ্ধতি)
২য় পদ্ধতি
এই পদ্ধতিটা অনেক জটিল এবং খাটুনির। আপনার পেজের রিলেটেড যে সব পেজ আছে ফেসবুকে সেই সব পেজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পেজ গুলি আপনাকে খুজে খুজে বেড় করতে হবে । অনেক পেজ ডাইরেক্ট স্ট্যাটাস বা পোস্ট করার স্বাধীনতা দেয়। এই সুযোগে আপনার পেজ লিংক সহ প্রতিটিতে পোস্ট করুন। আর যারা ডাইরেক্ট পোস্ট করার স্বাধীনতা দেয় না সেখানে কমেন্টস এর মাধ্যমে আপনার পেজের লিংক দিয়ে পোস্ট করুন। এই পদ্ধতিতে আপনি কাংখিত লাইকস বা ফলোয়ার পেতে পারেন।
৩য় পদ্ধতি
এই পদ্ধতিতে আপনি রাতারাতি হাজার হাজার লাইক পাবেন। ১ম ২টা পদ্ধতিতে লাইক বা ফলোয়ার পেতে হলে অনেক কষ্ট, প্রচুর সময়, শ্রম ব্যায় করতে হবে। কিন্তু আপনি যদি এই পরিমান কষ্ট বা সময় না দিয়ে যদি ফেসবুক মার্কেটিং অর্থাৎ লাইকস বা ফলোয়ার বাড়াতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ফলোয়ার এবং লাইকস ডিল করি। কোন ফেক লাইকস বা ফলোয়ার ডিল করি না। আপনি চাইলে টার্গেটেড ভিজিটর পেতে পারেন আমার কাছে(শর্ত প্রযোজ্য)। টার্গেটেড লাইকস বা ফলোয়ার মানে নির্দিষ্ট দেশের ভিজিটর। কোন ড্রপ পড়বেনা। ডেলিভারির ১৫ দিনের মধ্যে ১ টি লাইকও যদি ড্রপ খায় বা কমে যায় আমি সেটা অ্যাড করে দিব। আমার সাথে যোগাযোগ করুন www.fb.com/shraban.kar.2
আমি আপনাদের সরাসরি ৩য় পদ্ধতি অনুসরন করতে বলছিনা। আপনার যদি ফ্রিতে বা নিজে কষ্ট করে নিজের লাইকস এবং ফলোয়ার বাড়াতে চান তাহলে উপরের ২ টি পদ্ধতি অনুসরন করুন।